ছগল চুরির ঘটনা CCTV ফুটেজ ভাইরাল, বরাকরে হাতেনাতে ধরা পড়লো ২ ছাগল চোর

ছগল চুরির ঘটনা CCTV ফুটেজ ভাইরাল, বরাকরে হাতেনাতে ধরা পড়লো ২ ছাগল চোর

কাজল মিত্র: কুলটি:-  আসানসোলের বরাকরের ৬৮ নম্বর ওয়ার্ডের মনবড়িয়া শ্মশান ঘাটের কাছে বাইকে করে আসা দুই ছাগল চোরকে স্থানীয় বাসিন্দারা তাদের সিসিটিভি ক্যামেরার সাহায্যে হাতেনাতে ধরে ফেলে। জানা যায়, গতকাল দুপুরের সময় যখন সবাই বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় বাইকে থাকা দুই ছাগল চোর মনবড়িয়া শ্মশান ঘাট রাস্তা থেকে একটি ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল। স্থানীয় বাসিন্দা শাকির আখতার এবং ইয়াসিক আখতার সিসিটিভি-তে হঠাৎ ছাগল চুরির ঘটনা দেখে তাঁরা বাইরে বেরিয়ে এসে দু’জনকেই ধরে ফেলেন। জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে এই এলাকার আশেপাশে চরাতে যাওয়া ছাগল চুরি হওয়ায় মানুষজন উদ্বেগে ছিলেন। এই চোরদের জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে, তারা বাইকে করে আসত এবং ছাগল তুলে বাইকে করেই চম্পট দিত। তারা ছাড়াও তাদের আরও দু-চারজন সঙ্গী এই কাজের সাথে জড়িত। ঘটনার খবর পেয়ে কুলটি থানার বরাকর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই চোরকে ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনার CCTV ফুটেজ ভাইরাল হয়েছে বলে আজ দুপুরে ৩টায় জানা যায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )