গৌরান্ডীর কালীপূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সাংসদ তথা অভিনেতা দেব

গৌরান্ডীর কালীপূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সাংসদ তথা অভিনেতা দেব

কাজল মিত্র: বারাবনি:- বারাবনি বিধানসভার অন্তর্গত গৌরান্ডী দাসকেয়ারি নেতাজি ক্লাব দ্বারা আয়োজিত এবছরের কালীপুজো প্যান্ডেল দেখতে অসংখ্য মানুষের ভিড় জমেছে। এই ক্লাব দ্বারা আয়োজিত পুজোর প্রথম দিন থেকেই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বস্ত্র বিতরণ ও নারায়ন সেবার আয়োজন করা হয়েছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় কালীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মঞ্চ মাতালেন টলিউডের অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব অধিকারী। দেবকে দেখতে ভিড় জমিয়ে ছিল আশেপাশের বহু মানুষ।যার সংখ্যা প্রায় ৩০হাজারের মতন হবে । তবে এই দেবের আটটার সময় আসার কথা থাকলেও তিনি প্রায় পৌছালেন পৌনে এগারোটার সময় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন অন্যান্য শিল্পীরা। 

তবে দেব আসার সাথে সাথেই মঞ্চে এসে তিনি তার রঘু ডাকাতের গানের মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা করলেন। অনুষ্ঠান চলাকালীন বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ ও তার ভাই বিশ্বজিৎ সিংহ টলিউডের খ্যাতনামা নায়ক  তথা ঘাটালের সাংসদ দেবের হাতে পুষ্প স্তবক ও শাল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।

মঞ্চে বেশ কয়েকটি গান ও নৃত্যের মধ্যে দিয়ে তিনি ঘন্টা খানেক থাকার পর তিনি আবার ফিরে যান। এরই মধ্যে দেবের ভক্তরা  তার সাথে হাত মিলানোর জন্য মঞ্চ পর্যন্ত পৌঁছে যান।

তবে এই অনুষ্ঠানে কে ঘিরে পুলিশি কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।  এসিপি ইপ্সিতা দত্ত বারাবনি থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি  নিজে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। নিরাপত্তা ব্যবস্থার জন্য মোতায়ন করা হয়েছিল শতাধিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )