ছটপুজোকে সামনে রেখে বিভিন্ন ঘাট পরিদর্শনে জেলাশাসক

ছটপুজোকে সামনে রেখে বিভিন্ন ঘাট পরিদর্শনে জেলাশাসক

কাজল মিত্র: আসানসোল:- 

ছটপুজোকে সামনে রেখে শনিবার সকাল থেকেই দামোদর নদীর বিভিন্ন ঘাটে এবং  ভূতনাথ ঘাট, তাপসী বাবা ঘাট ও বাবু তালাও ঘাট প্রশাসনিক পরিদর্শনে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পোন্নমবলম এস  আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য, এম এম আই সি গুরুদাস চ্যাটার্জী,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত,ও বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি সহ একাধিক সরকারি আধিকারিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিন প্রশাসনের পক্ষ থেকে ছট ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেন।

পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক নির্দেশ দেন, ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যাতে অতিরিক্ত জল ছাড়া না হয়, তার ব্যবস্থা নিতে।

পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বোট এবং রেসকিউ টিম মোতায়েনের নির্দেশ দেন, যাতে কোনও দুর্ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধ করা যায়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ছটপুজোর দিন যাতে কোনোরকম বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে, তার জন্য সবরকম নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )