কারণ থাকে না

তনুশ্রী সামন্ত (ডেবরা, পশ্চিম মেদিনীপুর)

কিছু কিছু অনুভূতির কোনো
কারণ থাকে না‌!

এই যেমন ছোটবেলায় গেরুয়া
পোশাক পরা সাধু দেখলেই
আমি ভাবতাম আমায় ধরে নিয়ে
যেতে এসেছে!
মা যতোই বলতো,ওরা তো সাধু,
ছেলেধরা নয় তো, তবুও….
চুল বেঁধে পরীক্ষা দিতে গেলে
মনে হতো
পরীক্ষা ভালো হবে না।
তাই চুল খুলেই যেতাম বরাবরই!

এই যেমন পূজো শেষ হয়ে গেলে
আমার আর শিউলি ফুলের প্রতি কোনো আকর্ষণ থাকে না।
সে আশ্বিন বা কার্তিক যাই হোক না কেন?
কেন যে? ঠিক জানিনা!

কিভাবে.. কবে থেকে যে…
দূর্গাপূজো আর শিউলিফুল….
আমার অনুভূতিতে সমার্থক হয়ে গেছে,
তা ঠিক মনে করতে পারি না!
তবে পূজো শেষ হয়ে গেলে
শিউলি ফুলকে আমার
ছোটোবেলায় মায়ের ছেড়ে রাখা
বাসি কাপড়ের মতোই মনে হয়!
যেন মায়ের গায়ে লেপ্টে থাকা
শাড়িটার মতো নয় ঠিক!
সেই বাসি শাড়ির আঁচলে আর
মুখ মুছতে ইচ্ছে করতো না।
মায়ের পরনে থাকা শাড়িটার আঁচল টেনেই
মুখ মুছতে ভালো লাগতো।

যদিও ফুল চিরদিনই সুন্দর…পবিত্র!
তবুও পূজো শেষ হলেই শিউলিফুল
কেমন যেন..
সেই অনন্য অপার্থিব অনুভব আমায়
ছোঁয়াতে পারে না!
কেন যে? ঠিক জানিনা!
কিছুই নয় হয়তো…
আসলে কিছু কিছু অনুভূতির
বোধহয় কোনো কারণ থাকে না‌।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )