লোকসভা নির্বাচনে সাংবাদিকদের তথ্য সরবরাহের জন্য পিআইবির নতুন পোর্টাল

লোকসভা নির্বাচনে সাংবাদিকদের তথ্য সরবরাহের জন্য পিআইবির নতুন পোর্টাল

ফাইনাল এক্সপোজার:- লোকসভা নির্বাচনে সংবাদ মাধ্যমকে সহায়তার জন্য ভারত সরকারের অধীনস্থ প্রেস ইনফরমেশন ব্যুরো https://pib.gov.in/elect2024/index.aspx শীর্ষক একটি পোর্টাল চালু করেছে। এটি সাধারণ নির্বাচন ২০২৪ সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের কাছে একটি সহায়ক এক জানালা পরিষেবা। এখানে যে বিষয়গুলি রয়েছে –
১) ডিজিটাল ফ্লিপ বুক : এখানে মিলবে বিশ্লেষণধর্মী নানা তথ্যাদি – যা সাংবাদিকরা লেখালেখির কাজে ব্যবহার করতে পারবেন।

২) থাকছে প্রয়োজনীয় নানা সংযোগসূত্র বা লিঙ্ক – যার সাহায্যে সাংবাদিকরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের প্রয়োজনীয় অংশে পৌঁছে যেতে পারবেন সহজে।
৩) প্রাসঙ্গিক তথ্যাদি সহজে বোধগম্য করতে রয়েছে একাধিক রেখাচিত্র।
৪) সাধারণ নির্বাচনের বিভিন্ন পর্বের দিনক্ষণ ও স্থান তুলে ধরা হয়েছে মানচিত্রায়নের মাধ্যমে।

৫) নির্বাচন কমিশনের বিভিন্ন বিজ্ঞপ্তি আপলোড করা হচ্ছে তাৎক্ষণিক ভিত্তিতে।
৬) ভারতে নির্বাচন কমিশনের জাতীয় এবং প্রাদেশিক স্তরের ভারপ্রাপ্ত আধিকারিকদের সম্পর্কে তথ্যাদি দেওয়া থাকছে সুনির্দিষ্টভাবে।
৭) থাকছে নির্বাচন কমিশনের নির্দেশাবলী এবং সাংবাদিকদের করণীয় সম্পর্কে বিশদ দিশানির্দেশ।
৮) সর্বশেষ ঘটনা প্রবাহ সম্পর্কে অবহিত রাখা হবে সংবাদমাধ্যমের কর্মীদের।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )