
শিক্ষার্থীদের সুবিধার্থে পাণ্ডবেশ্বর বিধানসভার দুটি স্কুলে স্মার্টক্লাস প্রদান বিধায়কের
ফাইনাল এক্সপোজার:পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া ভুরকুন্ডা হাইস্কুল ও জেমুয়া ভাদুবালা হাইস্কুলে দুটি স্কুলের স্মার্ট ক্লাস প্রদান করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।গত একমাস আগে কথা দিয়েছিলেন দুটি স্কুলে ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষাদানের সুবিধার্থে এ স্মার্ট ক্লাস প্রদান। রটারি ক্লাব অফ উখড়ার সহযোগিতায় এবং বিধায়কের উদ্যোগে আজ শুভ উদ্বোধন হলো। উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, বিভিন্ন বেসরকারি স্কুলের ডিজিটাল শিক্ষাদানের ব্যবস্থা হয়েছে এবং ধীরে ধীরে আমাদের সরকারি স্কুলেও এই শিক্ষাদানের ব্যবস্থা হবে। বাচ্চাদের উন্নত শিক্ষাব্যবস্থায় আমাদের প্রধান লক্ষ্য।