ভারতবর্ষের সংবিধান রচয়িতা  আম্বেদকরের ১৩৪ তম জন্ম দিবস পালন

ভারতবর্ষের সংবিধান রচয়িতা  আম্বেদকরের ১৩৪ তম জন্ম দিবস পালন

তন্ময় মাহারা: মালদা:- ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডঃ ভীম রাও আম্বেদকরের ১৩৪ তম জন্ম দিবস পালন করা হল। রবিবার সকাল থেকে মালদা শহরের স্টেশন রোড এলাকায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় জমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। প্রথমে অনগ্রসর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর বিজেপির পক্ষ থেক মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ মালদার জোট প্রার্থী ইশা খান চৌধুরী। বাম ও কংগ্রেস কর্মীরাও শ্রদ্ধা জানান। সকাল ৯ টা নাগাদ ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, ভারতের বীর সন্তান বাবা সাহেবের জন্ম দিবস পালন করা হয় পুরসভার পক্ষ থেকে। এছাড়া এই দিনটি নববর্ষ, মালদার কৃতী সন্তান এ বি এ গনি খান চৌধুরীর তিরোধান দিবস। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বাংলা দিবস হিসাবেও পালন করা হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )