ঘরে ফেরা পথিক

রাকা ভট্টাচার্য্য (কলকাতা)

এখন এক গভীর নৈঃশব্দ্যতার শব্দ …
ঠিক যেন ফেলে আসা কাঁটা পথের নীরব রক্তাক্ত
লক্ষ্মী পায়ের লক্ষ্যহীন পথচলা পাঁচালি…,

যখন ঘিরে ধরে ইচ্ছা মৃত্যু যন্ত্রণা তখনই তো গাছ পাতা
মাটি-পথ আল ধরে পথের আয়োজন…
শব্দের আড়ালে নিঃশব্দে ফিরে যাওয়া এক
ফেরারী আত্মা শুষে নেয় কুয়াশার মত পৃথিবীর যত
হাতছানি শিসধ্বনি প্রেম,

একজন প্রেমিক হতে চেয়েছিল—
সন্ধ্যা শীতের উষ্ণ নক্ষত্রের উন্মাদিত উষ্মায়
পথের প্রেমিক কিছু পথ আপোষহীন আস্বাদন শেষে
বিজয়ী সৈনিকের মত গর্বিত বোধে চলে গেছে ভুল পথে, রেখে গেছে সবুজ দুর্বা ঘাসে ভরা রোদ্দুর স্মৃতির শিশির আর শীতের পোশাকের উন্নাসিক ঘ্রাণ…

বেঠিকের বেঠোফোনে একা এক আত্মার
আনন্দ বেদনার মজলিস মশগুল।
পথে যে নেমেছে সে ই শুধু জানে পথিকের পথভুলে
একটা গাছের জল মাটি শিকড়ে আশ্রয় কতটাই দামী!!

একটা কালান্তর চাই, পথিকের নামে নামে নাম লেখা
পথ — যা মাটিতে মেশে না, আগুনে পোড়ে না,
ঝড়েও যায় না উড়ে, পথ ও পথিক অবশেষে হাতে হাত
ধরে একসাথে তবু ঘরহীন ঘরে ফেরে….।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )