
ভোটের প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা
কৌশিক মুখার্জী: আসানসোল:- ভোটের প্রচারকে কেন্দ্র করে আসানসোলে শুরু হল রাজনৈতিক তরজা।শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে কর্মীসভায় যোগদিয়ে আসানসোলের তৃনমুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে “প্রচার মন্ত্রী” বলেন।শত্রুঘ্ন সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, “প্রধানমন্ত্রী পুরসভা ভোট, বিধানসভা ভোট , লোকসভা ভোট সবেতেই প্রচার করে বেড়ান। কাজ কখন করেন”
এদিন সন্ধ্যায় বানপুরের সম্পৃতী হলে বিজেপির কর্মী সভায় যোগ দিয়ে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে বাসের হকারের সঙ্গে তুলনা করেন।
তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মঞ্চের এদিক থেকে ওদিকে যেভাবে হাঁটতে থাকে উনাকে কি বলা হবে।বাসের হকাররা যেমন বাসে এ মাথা থেকে ও মাথা হাঁটতে থাকে”।
আসানসোল লোকসভা কেন্দ্রে আগামী ১৩ই মে রয়েছে ভোটগ্রহণ। আসানসোল শিল্পাঞ্চলে তীব্র রোদে তাপমাত্রার পারদ প্রায় ৪৩ এর কাছাকাছি, তার সাথে পাল্লা দিয়ে চড়তে শুরু করেছে রাজনৈতিক প্রচারের পারদ।