বোধিপীঠ পাঠাগারের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেরিয়া হাই স্কুলে হয়ে গেল মেগা স্কুল কুইজ প্রতিযোগিতা

বোধিপীঠ পাঠাগারের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেরিয়া হাই স্কুলে হয়ে গেল মেগা স্কুল কুইজ প্রতিযোগিতা

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– দেরীয়া হাইস্কুলে বোধীপিঠ পাঠাগারের উদ্যোগে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ১৮০জন ছাত্রছাত্রী জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই স্কুল কুইজে অংশগ্রহণ করেন। অবিভাবক দের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। কুইজ পরিবেশন করেন গোপাল চন্দ্র হালদার, QUIZ STORM”সংস্থার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রাকেশ মন্ডল, নাজমিনা বেগম,শুভজিৎ নস্কর,তিমির বরণ ঘোষ,পবিত্র সাউ। এছাড়াও উপস্থিত ছিলেন ফলতা অ:প্রা: বিদ্যালয়ের শিক্ষক মনীষ চক্রবর্তী,কুসুমকলি মিশনের অধ্যক্ষ গোপাল চন্দ্র মন্ডল,রামকিশোর রাধানগর হাই স্কুলের শিক্ষক প্রদীপ হালদার,শিক্ষক সুব্রত প্রামানিক,শিক্ষিকা চিত্রলেখা গায়েন, C.I.D.P. র অবিভাবক অশোক বোস,রামকিশোর গ্রামপঞ্চায়েতের সদস্যা আলপনা হালদার সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। উল্লেখযোগ্য ফলাফল করে পূর্ববড়বেড়িয়া অ:প্রা: বিদ্যালয়, ফলতা অ: প্রা: বিদ্যালয় ফলতা, জি এস এস শিক্ষায়তন রাধানগর, নালান্দা এলিমেন্টারি স্কুল করঞ্জলী, স্বামী বিবেকানন্দ শিক্ষায়তন নিশ্চিন্তপুর, জে এম পাঠভবন জয়নগর,রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির সরিষা, ভারত সেবাশ্রম সংঘ প্রনব বিদ্যাপীঠ ডায়মন্ড হারবার,কিশলয় নার্সারি ও কে জি স্কুল ডায়মন্ড হারবার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন C.I.D.P. র সম্পাদক শুভেন্দু বোস। কুইজ উৎসব ব্যবস্থাপনা ও সংযোজনায় ছিলেন দেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ মন্ডল ও টীম বোধিপীঠ পাঠাগারের সদস্য বৃন্দ সমগ্র অনুষ্ঠান সুষ্ঠ ভাবে পরিচালনা করেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )