
মালদায় ফের সোনার দোকানে চুরি
তন্ময় মাহারা: মালদা:- মালদায় ধারাবাহিক সোনার দোকানে চুরির ঘটনা। এবারে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে একাধিক তালা ভাঙার পর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটে ইংলিশ বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায়। জানা যায় সংশ্লিষ্ট এলাকায় রাস্তার ধারে ই গ্রাম পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া দূরত্বে তাপস সাহা নামে এক ব্যবসায়ির সোনার দোকান রয়েছে। গতকাল গভীর রাতে দুষ্কৃতী রা তালা ভেঙে এবং সাটার কেটে সোনার দোকানে চুরি করে। সোনা এবং চাঁদি মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার অলংকার ছিল। প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ দিন সাথে কাঁদে এ এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়েছিল তারপর আবার এই ঘটনা তারা আতঙ্কে রয়েছে।