পুরাতন মালদা শহরের শরৎচন্দ্র অস্থায়ী মার্কেট সামনে অবৈধ পার্কিং সরাতে তৎপর পুরসভা

পুরাতন মালদা শহরের শরৎচন্দ্র অস্থায়ী মার্কেট সামনে অবৈধ পার্কিং সরাতে তৎপর পুরসভা

তন্ময় মাহারা: মালদা:- রবিবার সকালে পুরাতন মালদা শহরের শরৎচন্দ্র  অস্থায়ী মার্কেট সামনে অবৈধ পার্কিং সরাতে তৎপর হল পুরসভা।  উপস্থিত ছিলেন পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলার শ্যাম মন্ডল, শরৎ চন্দ্র মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তথা কাউন্সিলার অসীম ঘোষ সহ অন্যান্যরা। তারা যৌথভাবে মার্কেটের সামনে বাইক, সাইকেল সরিয়ে দেয়। ক্রেতা এবং বিক্রেতাদের সেগুলি রাখতে নির্দেশ দেন

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )