লেফ্ট ব্যাংকের রথযাত্রায় উপচে পড়লো ভক্তদের ভিড়, রথযাত্রায় উপস্থিত হলেন মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়

লেফ্ট ব্যাংকের রথযাত্রায় উপচে পড়লো ভক্তদের ভিড়, রথযাত্রায় উপস্থিত হলেন মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রথযাত্রার মহোৎসবের দিনে কল্যানেশ্বরী লেফ্ট ব্যাংকের তৃতীয় বর্ষ রথযাত্রার শুভ অনুষ্ঠানে উপস্থিত হন আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।এদিন তিনি কল্যানেশ্বরী লেফ্ট ব্যাংকের রাধা রাসবিহারী মন্দিরের শ্রী শ্রী সচিতানন্দ শান্তিধামের তৃতীয় বর্ষের রথযাত্রায় উপস্থিত হয়ে পূজা অর্চনা করেন।পাশাপাশি রাস্তায় ঝাড়ু দিয়ে,রথের দড়ি টেনে রথযাত্রার উদ্বোধন করেন।তিনটি রথের দ্বারা লেফ্ট ব্যাংক থেকে শুরু করে রূপনারায়ানপুর পর্যন্ত এই যাত্রা করা হয়।এইদিনের রথযাত্রায় ভক্তদের ভিড় ছিলো দেখার মত।তাছাড়াও বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় সালানপুর ব্লকে আরো কয়েকটি রথযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন।তাছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং,শ্রমিক নেতা মনোজ তেওয়ারী,রামচন্দ্র সাউ সহ আরো অনেকে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )