
সালানপুরে নিম্নমানের অভিযোগ রাস্তার অভিযোগ পেয়ে পরিদর্শনে এলেন WBSRDA পশ্চিম বর্ধমান
কৌশিক মুখার্জী: সালানপুর:-
রাস্তা তৈরীর কাজ নিম্নমানের অভিযোগ সালানপুর ব্লক এলাকায়।খবর পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানুকুলে সালানপুর ব্লকের বোলকুন্ডা থেকে মাধাইচক হয়ে পাতাল পর্যন্ত পিচ রাস্তা তৈরীর করা হচ্ছে।আর এই রাস্তার কাজ সঠিক না হওয়ার ফলে রাস্তার কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা।আর সেই রাস্তার কাজ পরিদর্শনে আসেন WBSRDA পশ্চিম বর্ধমান সাথে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ অন্যান্য অধিকারিকরা।এদিন রাস্তার তৈরীর অংশ নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।সাথে স্থানীয়দের সাথে কথা বলেন আগত আধিকারিকগণ।তবে এলাকার মানুষের দাবি রাস্তার কাজ যেনো সঠিক ভাবে হয় না হলে তারা আরো আন্দোলন করবে।
CATEGORIES স্থানীয়