
নেপাল সাহা খুনের ঘটনায় চারঅভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা
রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত মাহাদিয়া গোপালপুর এলাকায় গত ১০/১২/২০২১ তারিখে নেপাল সাহা নামের এক রেশন ডিলারকে প্রথমে গুলি করে এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনার চারজন মূল অভিযুক্ত বরুণ ঘোষ, বিষ্ণু দোলুই, তারকনাথ সাহা, সপ্তম সাহাদের যাবজ্জীবন কারাদণ্ডের সজা শোনালো কান্দি মহকুমা আদালতের বিচারক এমনটাই জানিয়েছেন কামদি মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী, যদিও আদালতের এই রায় সম্পর্কে মুখ খুলতে চাননি অভিযুক্ত চারজন।
CATEGORIES স্থানীয়