
বাংলা বন্ধকে কেন্দ্র করে বহরমপুর শহর জুড়ে উত্তেজনা
রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুরের বিভিন্ন এলাকায় বিজেপির সঙ্গে তৃণমূল নেতৃত্ব এবং কর্মীদের বচসার ছবি উঠে আসছে বুধবার সকাল থেকে, মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং গতকাল নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশী হামলার প্রতিবাদ জানিয়ে বিজেপির পক্ষ থেকে বাংলা বন্ধের ডাক দেয়া হয়েছে 12 ঘন্টা ব্যাপী, এই বাংলা বন্ধকে কেন্দ্র করে সকাল থেকে বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের সদর শহর। এদিন বহরমপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় বাস বন্ধ করবার জন্য বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা এসে পৌঁছলেই তাদের সঙ্গে বচাই জড়িয়ে পড়েন বহরমপুর বাস ইউনিয়নের তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন, অন্যদিকে বহরমপুরের খাগড়া জে এন একাডেমী বিদ্যালয় বন্ধ করে দেবার জন্য বিজেপি কর্মী এবং নেতৃত্বরা গিয়ে পৌঁছলে সেখানেও কার্যত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে বোচাই জড়িয়ে পড়তে দেখা গেল অন্যদিকে বহরমপুরের গোড়াবাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা, পাশাপাশি বহরমপুর শহর জুড়ে বিজেপির বাইক বাহিনীর দাপিয়ে বেড়ায় এবং বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেবার জন্য দোকানে দোকানে ঘুরতে দেখা গেল বিজেপি নেতাকর্মীদের। পরিশেষে বিজেপির জেলা সভাপতি সাখারব সরকার জানান বন্দে ব্যাপক সারাব বহরমপুর জুড়ে।