টিকে থাকা

শিউলি নন্দন (হাটগোবিন্দপুর, পূর্ব বর্ধমান)
তুমি ভালোবাসার গন্ধ চেনো???
কখনো বুক ভরে শ্বাস নিতে গিয়ে দম আটকে রাখার পর ভেবে দেখেছো??
বুকের ভিতরটা কেমন ধড়ফড় করে ওঠে।
তারপর উফ্ফ কি শান্তি।
সেই শান্তির আশ্রয়ে আমি তোমার সুগন্ধ পাই।
কখনো ছুটন্ত বাসের পিছনে গিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ার পর চোখের নাগালে বাসকে থেমে যেতে দেখেছো??
আর ঠিক তখনই দম ফেলার আগেই দৌড়ে বাসের পা দানিতে জায়গা করে নিয়ে লম্বা একটা শ্বাস,আবারো কি শান্তি।
ডুবন জলে গলা অবধি ভেসে গিয়ে থৈ খুঁজে পেতে গিয়ে দ্যাখো নিচে মাটি থেকে অনেক দূরে তুমি।
ছটফট করে পাড়ে আসার কি আকুলতা,
আগুপিছু না ভেবে হাত পা ছুঁড়ে এক গ্যালন জল খেয়ে পা ঠেকিয়ে মাটি ছুঁয়ে নেওয়ার পর আবারো কি শান্তি।
এটাই জীবন, এভাবেই চলে বেঁচে থাকার লড়াই,আমার, তোমার,আমাদের টিকে থাকার কল্পকথা।
CATEGORIES জেলার আপডেট