চিকিৎসার নামে হাসপাতালের স্বাস্থ‍্যকর্মীরা নাবালিকার সাথে দুর্ব‍্যবহার করার অভিযোগে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

চিকিৎসার নামে হাসপাতালের স্বাস্থ‍্যকর্মীরা নাবালিকার সাথে দুর্ব‍্যবহার করার অভিযোগে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:- গত ১০ ফেব্রুয়ারি কুলটি থানার অন্তর্গত এক এলাকায় নাবালিকা গণধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পরিবারের সদস‍্যরা বুধবার সন্ধ‍্যায় নিয়ামতপুর ফাঁড়িতে উপস্থিত হয়। যদিও এই পরিস্থিতিতে ওই নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় পরিবারের সদস‍্যরা গত শুক্রবার চিকিৎসার জন‍্যে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। তবে রাতেই ওই নাবালিকার পরিবারের সদস‍্যদের কাছে খবর পৌঁছায় জেলা হাসপাতালের স্বাস্থ‍্যকর্মীরা চিকিৎসার নামে ওই নাবালিকার সাথে দুর্ব‍্যবহার করছে। এরই প্রতিবাদে ঐ নাবালিকার পরিবারের সদস‍্য ও স্থানীয়রা শনিবার আসানসোল জেলা হাসপাতালে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখায়। একই সাথে বিক্ষোভ শেষে হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাসের সাথে সাক্ষাৎ করে তাদের অভিযোগ তুলে ধরেন।পাশাপাশি সংবাদ মাধ‍্যমের মধ‍্য দিয়ে পুলিশ প্রশাসনের কাছে তারা দুষ্কৃতিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )