পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডি ব্রিজের নিচে মৃতদেহ উদ্ধার

পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডি ব্রিজের নিচে মৃতদেহ উদ্ধার

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডি ব্রিজের নিচে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধর মৃতদেহ। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।বয়স আনুমানিক ৬০ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডি ব্রিজের নিচে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধর মৃতদেহ পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও ঝাড়খন্ডের মাইথন ওপি পুলিশ।যদিও মৃতদেহটি ঝাড়খন্ডের মাইথন ওপি অন্তর্গত হওয়ার কারণ দেহটি ময়নাতদন্তের জন্য মাইথন ওপি পুলিশ ধানবাদ পাঠায় বলে জানা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহটির পরিচয় মেলেনি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )