আজ নারী দিবস

পপি সূত্র ধর (বাংলাদেশ)

ছোটবেলায় হয়তো নিজের
অজান্তেই কতবার হয়েছি এবিউজ।

বাসে রিক্সায় কারোর নজরে
ভয়াবহতা পার করছি রোজ।

ডাস্টবিনের গন্ধে খুঁজে পাচ্ছো
আমাকেই রোজ।

রাত বেরাতে তুলে নিয়ে
আয়েশ মিটাচ্ছো যখন ইচ্ছে।

সবচেয়ে নিরাপদ বাবার কোল,
সুযোগ পেয়ে রক্তাক্ত করে দিচ্ছে

সন্তান আমার দেহের ভিডিও তুলে
তার গায়ের গরম ঠান্ডা করেছে।

অফিসের বস, সহকর্মীর নজর
আমার দেহের উপরিভাগে,
নিম্নভাগে পরিভ্রমণ করাচ্ছে রোজ।

আমি এতোটা আকর্ষণী যে আমার বয়স
৬০ বছর তাও তোমার তৃষ্ণা মিটাতে সক্ষম।

আমি নারী জঘন্য প্রাণী,
তুমি পবিত্র পুরুষের পবিত্রতা নষ্ট
করে ফেলি যখন আমার বয়স ৩ মাস।

আজ আবার নারী দিবস
সম্মান জানতে তুলে নিয়ে
দলবদ্ধ ধর্ষণ কর।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )