
শিক্ষককে মারধোরের ঘটনায় গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের
তন্ময় মাহারা: মালদা:- জগদলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগতদের হাতে স্কুলের মধ্যে শুক্রবার এক শিক্ষককে মারধোরের ঘটনা ঘটেছিল ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই জগদলা স্কুলের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ওই এলাকার বাসিন্দারা।প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সকাল থেকেই বিক্ষোভ চলতে থাকে।গ্রামবাসীরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চাইলে স্কুলের ভেতর থেকে গেটে তালা বন্ধ করে দেওয়া হয।প্রধান শিক্ষক দেখা করেনি বলে অভিযোগ। গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে বামনগোলা থানার পুলিশ।এলাকাবাসী পুলিশের সাথে কথা বলার পরে বিক্ষোভ থেকে সরে আসে।গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে ওই শিক্ষক। এই বিষয়ে বামনগোলা, তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার বলেন’ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং ছিলো সেখানে কথা কাটাকাটি একটু ধাক্কা ধাক্কি হয় কোন মারধর করা হয়নি। তৃণমূলের কোন দুষ্কৃতি নেই।স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা বলবে কি হয়েছিলো। বিজেপির লোকজন কেন বাইরের লোক কথা বলবে। যা বলবে স্কুলের শিক্ষকেরা বলবে।এ বিষয়ে বিজেপির তরফে বামনগোলা মন্ডল২এর সভাপতি অমিত ঘোষ বলেন’ স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা যদি বিজেপি বিক্ষোভ দেখাতো তাহলে তাদের হাতে বিজেপির পতাকা থাকতো। শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোন রাজনীতির রং লাগানো না হয়।