কুলটির নিয়ামতপুর এলাকার ডেডি গ্রামে হরিণের দেখা, ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল

কুলটির নিয়ামতপুর এলাকার ডেডি গ্রামে হরিণের দেখা, ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল

কৌশিক মুখার্জী: কুলটি:- কুলটির নিয়ামতপুর এলাকার ডেডি গ্রামে হরিণের দেখা, খবর শুনে এলাকার মানুষ হরিণের ছবি ক্যামেরাবন্দি করলেন এরপর সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। ছবি ভাইরাল হওয়ার পর এলাকার মানুষের মধ্যে উল্লাস দেখা গিয়েছে যে তাদের এলাকায় হরিণের দেখা পাওয়া গেছে। দৃশ্যটি একেবারে শহর লাগুয়া এলাকা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত ৬১ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর এলাকার ডেডি গ্রামের। যেখানে একটি ছোট্ট জঙ্গলের মত অর্থাৎ ঝোপঝাড়ের মত জায়গায় আজ দুপুর তিনটায় একটি হরিণের দেখা মিলেছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )