মহিলাদের দারা পরিচালনায় মহিলা ফুটবল প্রতিযোগিতা

মহিলাদের দারা পরিচালনায় মহিলা ফুটবল প্রতিযোগিতা




বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- প্রতি বছরের ন্যায় এবারও ২৯ তম বর্ষে ১২ ও ১৩ ই এপ্রিল দুইদিন ব্যাপী ভুসনা মহিলা সমিতির পরিচালনায় অর্থাৎ মহিলাদের দারা পরিচালিত,সারা বাংলা ভিত্তিক মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় সরিষা হাই স্কুল মাঠে। এদিন পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত এর মধ্যে দিয়ে এবং প্লেয়ার পরিচিতির মাধ্যমে এই খেলার শুভ সূচনা হয়। দক্ষিন ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা,পুরুলিয়া,হুগলি,উত্তর দিনাজপুর, বীরভূম,বাঁকুড়া, ও ঝাড়গ্রাম সহ মোট আটটি জেলা থেকে এই খেলায় অংশগ্রহণ করেন খেলোয়াড়রা। এদিন ভূষণা মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা নামিয়া সিপাই তিনি জানান মহিলারা শুধু স্কুলে পড়াশোনা করা ও বাড়ির সংসারের কাজ করে না,তারা মাঠে নেমে খেলা ধুলাও করতে পারে। বিশেষ করে এলাকার পিছিয়ে পড়া মহিলাদের খেলার মাঠে ফিরেয়ে আনতে,এবং সেই সকল মহিলাদের তাদের খেলার মধ্যে আগ্রহ বাড়াতে এমন উদ্দ্যেগ। বাংলার সর্ব শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ভূসনা মহিলা সমিতির পরিচালনায় সারা বাংলা ভিত্তিক মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় সরিষা হাই স্কুল মাঠে। তিনি আরও জানান এই খেলা ২৯ বছর চালিয়ে আসছি এলাকার সর্ব সাধারণ মানুষের কাছে সামান্য কিছু কিছু অর্থায়নে, সরকারি ভাবে তেমনটা কোনো আর্থিক সাহায্য আমরা পাইনা। যে কোনো সরকারের পক্ষ থেকে যদি কোনো আর্থিক সাহায্য সহযোগিতা আমরা পাই, তাহলে এই খেলা আরও বড়ো করে চালাতে সক্ষম হবো,এবং সেই সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও অভিনন্দন জানাবো।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )