
আসানসোল ও বার্নপুর সবজি বাজারে টাস্ক ফোর্সের হানা
কৌশিক মুখার্জী: আসানসোল:- মঙ্গলবার আসানসোল ও বার্নপুর বাজারে এনফোর্সমেন্ট হানা দেয়। অযথা বেড়ে চলা সবজির দাম নিয়ন্ত্রণ করা এবং ক্রেতাদের জন্য ন্যায্য দামে সবজি নিশ্চিত করার জন্য জেলা শাসকের নির্দেশে সবজি বাজারে এই অভিযান চালায় বলে জানা যায়।টাস্ক ফোর্স বাজার পরিদর্শনের সময় বিক্রেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন হোলসেল থেকে রিটেল পর্যায়ে দ্বিগুণ লাভ আদায় করা চলবে না। সবজির দাম নিয়ন্ত্রণ না করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ইনফোর্সমেন্ট আধিকারিকরা আরও বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে ও জেলা শাসকের নির্দেশে যাতে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন সবজির দাম সাধারণ মানুষের নাগালে থাকে তাই এই অভিযান। গত বছরের তুলনায় এই বছর অনেকটাই দাম কম আছে বলে তারা দাবি করেন।
CATEGORIES আসানসোল