
পুকুর ভরাট নিয়ে বিতর্ক
কৌশিক মুখার্জী: আসানসোল:-
আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর সাইর পাড়ায় একটি পুকুর ভরাট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এলাকার মানুষের দাবি এখানে একটি পুকুর ছিল, এই পুকুরের জল দিয়ে তারা তাদের দৈনন্দিন কাজকর্ম করত, এখন পুকুর মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, এখানে বাউন্ডারি তৈরি করা হচ্ছে, এলাকাবাসীর দাবি পুকুর যেখানে ছিল সেখানেই থাকুক, এলাকার মানুষ এ বিষয়ে ভূমি দফতর ও আসানসোল দক্ষিণ থানায়ও জানিয়েছেন। ওই উক্ত জমির মালিক দাবি করে পাস্টার পল বলেন সরকারি কাগজপত্রে কোথাও ওই জমি পুকুর বলে এর উল্লেখ নেই। ম্যাপে নেই এবং আমাদের কাছে সব কাগজপত্র আছে যা বৈধ, তারপরও আমরা পুলিশের কাছে এসেছি। পুলিশ অন্য পক্ষকে এক সপ্তাহ সময় দিয়েছে, তারা কাগজপত্র জমা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, বর্তমানে আমরা এখন কাজ স্থগিত করা হয়েছে, আমরা থানায় আমাদের সমস্ত নথি দেখিয়েছি।