পূজারিণী
মিষ্টু চৌধুরী মজুমদার (কলকাতা)

মনেরে আজি রাখিবো বাঁধিয়া এই করিয়াছি পন।
কে যেন কহে কেমনে রাখিবি মন যে বড়ই চঞ্চল,
কখনো হেথা কখনো হোথা উড়িয়া যায় ডানা মেলিয়া।
আটকাবি তারে কি তোর সাধ্য?
এ যেন ছুটে যাওয়া কোনো তড়িৎ তরঙ্গ।
ওই যে বাজে শ্যামের বাঁশি তোর মন ছুটিয়া যায়।
বাঁধিতে পারিবি গাত্রখানি, মনেরে বাঁধিবি কেমনে?
যুগ্ম পাণিতে অর্ঘ্যকুসুম তুলি হইলি শ্যাম পূজারিণী।
সপেছিস যাহা আছিলো তোর, মন -প্রাণ, যত প্ৰেম।
তন্দ্রাবিহীন নয়ন দুটি দিবা নিশি জাগিয়া, হৃদয়ের সকল আবেগ ঢালিয়া করিতেছে প্রেমের নিত্য পূজা।
ভুলিয়া সংসারের সকল মোহমায়া ডুবিয়া কৃষ্ণ প্রেমে, নগ্ন চরণে ছুটিতে গিয়া বিঁধেছে কন্টক পায়ে।
রক্তাক্ত তব পদযুগল পাশরিছে যত যাতনা।
যুগ যুগ ধরি বিরহ যাতনা সহে —–
তুই হইলি প্ৰেম পূজারিণী।
CATEGORIES কবিতা