ভারত বন্ধের ডাক: শ্রমিক-কৃষক নীতির প্রতিবাদে উত্তপ্ত চিত্তরঞ্জন

ভারত বন্ধের ডাক: শ্রমিক-কৃষক নীতির প্রতিবাদে উত্তপ্ত চিত্তরঞ্জন

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:-


কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী এবং কর্পোরেট-পন্থী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী সংগঠনগুলো আগামীকাল, ৯ জুলাই, বুধবার ‘ভারত বন্ধ’-এর ডাক দিয়েছে। এই হড়তালকে সফল করতে বামপন্থী, কংগ্রেস এবং অন্যান্য শ্রমিক সংগঠনগুলো জোরকদমে প্রচারে নেমেছে। কিন্তু এরই মাঝে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এই বন্ধের বিরোধিতা করে শ্রমিক, দোকানদার এবং স্থানীয় মানুষদের এতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে মাঠে নেমেছে।গত রবিবার প্রবল বৃষ্টির মধ্যেও অখিল ভারতীয় কৃষক মহাসভা, সিআইটিইউ এবং ডিওয়াইএফআই-এর মতো সংগঠনগুলো সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় বাইক র‌্যালির মাধ্যমে হড়তালের সমর্থনে প্রচার চালিয়েছে। এর আগে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার গেটের সামনে শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে একটি সভাও অনুষ্ঠিত হয়, যেখানে শ্রম সংহিতা বাতিলের দাবি জোরালোভাবে উত্থাপিত হয়। বিভিন্ন ট্রেড ইউনিয়ন এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও রাজ্য সরকার বন্ধের সমর্থন করেনি। রাজ্যের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে শ্রম সংহিতা কার্যকর হবে না। অন্যদিকে, সালানপুর ব্লকের আইএনটিটিইউসি সভাপতি মনোজ তিওয়ারি দৃঢ়ভাবে জানিয়েছেন যে এই হড়তাল এলাকায় কোনও প্রভাব ফেলতে পারবে না। বন্ধের বিরুদ্ধে মঙ্গলবার গোটা ব্লকে মাইকিং প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এলাকার শিল্প কারখানায় কর্মরত শ্রমিকরা এই হড়তালে যোগ দেবেন না। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দোকানপাট এবং কারখানাগুলো স্বাভাবিকভাবে চলবে। তৃণমূল ব্লক সহ-সভাপতি ভোলা সিং আরও একধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বন্ধ সমর্থকরা রাস্তায় নামলে তৃণমূলের নেতা-কর্মীরাও রাস্তায় নেমে তার প্রতিবাদ করবেন। চিত্তরঞ্জন থেকে যাত্রীবাহী বাস চলাচলের নির্দেশ দেওয়া হলেও আসানসোল থেকে আগত বাসগুলির বিষয়ে এখনও কোনও স্পষ্টতা মেলেনি।এই বন্ধকে কেন্দ্র করে চিত্তরঞ্জন ও সালানপুরে উত্তেজনা তুঙ্গে। একদিকে শ্রমিক ও কৃষক সংগঠনগুলো তাদের দাবি আদায়ে বদ্ধপরিকর, অন্যদিকে তৃণমূল কংগ্রেস বন্ধ রুখতে সর্বশক্তি নিয়োগ করছে। আগামীকালের পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে সকলের নজর এখন এই অঞ্চলের দিকে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )