শত্রুঘ্ন সিনহার সভার আগেই জামুড়িয়ায় বিজেপি তৃণমূলে উত্তেজনা

শত্রুঘ্ন সিনহার সভার আগেই জামুড়িয়ায় বিজেপি তৃণমূলে উত্তেজনা

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-

শত্রুঘ্ন সিনহার সভার আগেই জামুড়িয়ায় বিজেপি তৃণমূলে উত্তেজনা। ঘটনার সূত্রপাত হয় গতো দুদিন আগেই, যখন জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ি তথা আসানসোল পুরনিগমের ১০ নং ওয়ার্ড ইমলি ধাওড়া অঞ্চলে  দেওয়াল লিখনকে জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শ্রীপুর ফাঁড়ির পক্ষ থেকে শান্তি বৈঠক ডাকা হয়। যেখানে স্থানীয় বিজেপি তৃণমূল নেতৃত্ব উপস্থিত হলেও তাদের মধ‍্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ফাঁড়ির সামনেই তৃণমূলের হাতে বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। যদিও পুলিশ প্রশাসন উভয়পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর আবার মঙ্গলবার শ্রীপুর নিঘা অঞ্চলের আসানসোল লোকসভা নির্বাচনের প্রাথী তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নির্বাচনী সভা ডাকা হয়। কিন্তু ওই অঞ্চলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগে ফের উত্তেজনার পরিস্থিতি দেখা দেয়। বিজেপির পক্ষ থেকে শ্রীপুর ফাঁড়িতে অভিযোগ করা হয়, তাদের কর্মীদের মারধর করা সহ ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )