শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট, আসানসোল সিটি বাসস্ট্যান্ডে উত্তেজনা

শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট, আসানসোল সিটি বাসস্ট্যান্ডে উত্তেজনা

কৌশিক মুখার্জী: আসানসোল:- সিটু সহ দশটি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো আসানসোল সিটি বাসস্ট্যান্ডে। এদিন সকাল থেকেই বন্ধের সমর্থনে বাম শ্রমিক সংগঠন সিটু একটি মিছিল বের করে আসানসোল সিটি বাসস্ট্যান্ডে। অপরদিকে সকাল থেকেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির কর্মী সমর্থকরা বাসের চাকার সচল রাখতে সিটি বাসস্ট্যান্ডে জমায়েত শুরু করেন।সকালে আসানসোল থেকে কলকাতাগামী একটি বাস যখন সিটি বাস স্ট্যান্ড থেকে বের হচ্ছিল, সেই সময় সিটু সমর্থকরা বাসটি আটকানোর চেষ্টা করে। সাথে সাথে বাধা দেয় তৃণমূল সমর্থিত আই এন টি টি ইউ সি সমর্থকরা । শুরু হয় তুমুল উত্তেজনা ,পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বাসটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আসানসোল শহরে বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই বন্ধের সমর্থনে মিছিল করতে দেখা গেল সিটু কর্মী সমর্থকদের।

পাশাপাশি দেখা যায় বার্নপুরেও বাস চালানোর নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি পুলিশ এলে পরে ঝামেলা কিছুটা শান্ত করবার চেষ্টা করা হয়। যান চলাচল স্বাভাবিক আস্তে আস্তে চালু হয়েছে বলে জানা যাচ্ছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )