ভারত বন্ধের প্রভাব দেখা গেলো না সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকে

ভারত বন্ধের প্রভাব দেখা গেলো না সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী ও কর্পোরেট-পন্থী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী সংগঠন গুলো বুধবার ‘ভারত বন্ধ’-এর ডাক দেয়।ভারত বন্ধ সফল করতে বামপন্থী,কংগ্রেস সহ অন্যান্য শ্রমিক সংগঠন গুলো জোরকদমে প্রচারো করে।তবে বুধবার সকাল থেকেই সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন ব্লকে ভারত বন্ধের প্রভাব দেখা গেলো না।প্রতি দিনের মতই বাজার হাট,দোকান পাট,কল কারখানা, ব্যাংক,যান চলাচল স্বাভাবিক দেখা গেলো। রূপনারায়ানপুর অঞ্চলে বামপন্থী দের তরফে ভারত বন্ধকে সফল করতে একটি মিছিলও করা হয়।তবে তাতে মানুষরা সাড়া দিয়েনি। এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন সাধারণ মানুষ বন্ধকে সমর্থন করে না,তাই তারা স্ব ইচ্ছায় নিজেদের দোকানপাট,বাজার, কলকারখানা,ব্যাংক সহ সমস্ত কিছু খোলা রেখেছে।তাছাড়া প্রতি দিনের মতই বাস চলাচল স্বাভাবিক সাধারণ মানুষ আসা যাওয়া করছে।এই বন্ধের কোনো প্রভাব সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকে পড়ে নি।তিনি আরো বলেন যারা সাধারণ মানুষকে রোজগার দিতে পারেনা,তারা ডাকা বন্ধ মানুষ মানবে কেনো।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )