
রূপনারায়নপুরে সিপিআইএম-এর প্রতিবাদ ও স্মারকলিপি
কৌশিক মুখার্জী: সালানপুর:- পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর ফাঁড়ির সামনে আজ বিকেলে সিপিআইএম-এর সালানপুর এরিয়া কমিটি একটি প্রতিবাদ সভার আয়োজন করে। এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি, ট্রাফিক অব্যবস্থা এবং এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে। সভা শেষে ফাঁড়ির ওসি অরুণাভ ভট্টাচার্যের হাতে দাবিপত্র দেওয়া হয়।সিপিআইএম-এর সম্পাদক আবীর ঘোষ জানান, গত ৯ জুলাই দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে পুলিশ ইন্সপেক্টর অসীম ঘোষ একজন বয়স্ক বাম সমর্থক মাজেদুর রহমানকে মারধর ও অপমান করেন। এই ঘটনার প্রতিবাদে তারা ওই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি করছেন। এছাড়াও, তিনি বলেন, রূপনারায়ণপুরে ট্রাক্টরের দৌরাত্ম্য, ঘন ঘন চুরি এবং ট্রাফিক সমস্যায় মানুষ অতিষ্ঠ। আসন্ন পুজোর মরশুমে রাস্তায় ট্রাক দাঁড়িয়ে চাঁদাবাজি হলে যানজট বাড়বে, যা মানুষের চলাচলে সমস্যা তৈরি করবে।আবীর ঘোষ আরও দাবি করেন, এলাকার কারখানায় বাইরের শ্রমিকদের পরিচয়পত্র যাচাই করা হোক, যাতে নিরাপত্তা বাড়ে। তিনি পুলিশের কাছে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তৎপর হওয়ার আবেদন জানান। সভার শেষে দাবিপত্রে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার দাবি তোলা হয়।এই প্রতিবাদ এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে। পুলিশ কীভাবে এই দাবি মেনে পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।