মরণফাঁদে চুরুলিয়ার রাস্তা, ওভারলোড গাড়ির তাণ্ডব আর প্রশাসনের ঘুমভাঙা আশ্বাস

মরণফাঁদে চুরুলিয়ার রাস্তা, ওভারলোড গাড়ির তাণ্ডব আর প্রশাসনের ঘুমভাঙা আশ্বাস


কৌশিক মুখার্জী: চুরুলিয়া:- যে গ্রাম কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমি হিসেবে পরিচিত, আজ সেই গ্রামের রাস্তা মৃত্যুকূপে পরিণত হয়েছে। দিন-রাত ধরে ওভারলোড বালিবোঝাই ট্রাকের অবাধ যাতায়াতে রাস্তার বুক চৌচির, আর গ্রামবাসীর জীবন ঝুঁকির মুখে। রাস্তার এই দুরবস্থা আর প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন চুরুলিয়ার মানুষ। রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসী রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভে নেমেছেন, কিন্তু প্রশ্ন থেকে যায়—এই বিক্ষোভ কি প্রশাসনের ঘুম ভাঙাতে পারবে, নাকি এটাও হবে আরেকটি ফাঁকা আশ্বাসের গল্প?চুরুলিয়ার মানুষের অভিযোগ, এই রাস্তা এখন শুধু যানবাহনের পথ নয়, বরং মৃত্যুর ফাঁদ। দিনের পর দিন ওভারলোড ট্রাকের তাণ্ডবে রাস্তার অবস্থা এমনই শোচনীয় যে গর্ভবতী মহিলারা হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হচ্ছেন, শিশুরা ইনজেকশন নিতে যাওয়ার সময় রাস্তায় পড়ে যাচ্ছে। এক গ্রামবাসী ক্ষোভের সঙ্গে বলেন, “এ যেন রাস্তা নয়, আমাদের বুকের ওপর দিয়ে ট্রাক চলে যাচ্ছে। সরকার কি দেখছে না আমাদের কষ্ট? তারা কি ঘর থেকে বেরোয় না?” আরেকজন যোগ করেন, “রাস্তার ক্যাপাসিটি ২০ টন, কিন্তু এখান দিয়ে চলছে ৮০-১০০ টন বালি বোঝাই গাড়ি। এরা কার অনুমতিতে চলছে? পুলিশ কেন উত্তর দিতে পারছে না?”এই ওভারলোড গাড়ির দাপটে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। কিন্তু আরও বড় অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশ বা প্রশাসনের কোনো তদারকি নেই। গ্রামবাসীরা বলছেন, “এ যেন বৈধ-অবৈধর খেলা। আমরা বারবার জানতে চাইছি কে এই গাড়িগুলোর পারমিশন দিচ্ছে, কিন্তু কোনো উত্তর মিলছে না।” প্রশাসনের এই নীরবতা গ্রামবাসীর ক্ষোভকে আরও উসকে দিয়েছে।বিক্ষোভের মুখে প্রশাসন এসে আশ্বাস দিয়েছে, এক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামত হবে। কিন্তু এই আশ্বাসে গ্রামবাসীর ভরসা নেই। তারা বলছেন, “এমন আশ্বাস আমরা আগেও শুনেছি। যদি এবারও কথা রাখা না হয়, আমরা আরও বড় আন্দোলনে নামব।” চুরুলিয়ার এই রাস্তা শুধু একটি পথ নয়, এটি গ্রামের মানুষের জীবনরেখা। কিন্তু প্রশাসনের অবহেলা আর ওভারলোড গাড়ির তাণ্ডবে এই জীবনরেখা আজ বিপন্ন। প্রশ্ন উঠছে, কবি নজরুলের জন্মভূমির এই অবস্থা কি শুধুই উপেক্ষার ফল, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় স্বার্থের খেলা? গ্রামবাসীর ক্ষোভ আর বিক্ষোভ কি সত্যিই প্রশাসনকে জাগাতে পারবে, নাকি এটি হবে আরেকটি অধরা স্বপ্ন? সময়ই বলবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )