বৃষ্টি

সোমা চ্যাটার্জী (কলকাতা)

এক পশলা বৃষ্টি,
আমার শরীরটাকে ভেজায়।
মনটাকে কি ভেজাতে পারে?

ছোটবেলায় মা যখন বলত,
বৃষ্টিতে ভিজতে নেই।
শরীর খারাপ হবে যে?

আমি তখন বলতাম,
একটু ভিজতে দাও না।
কি হবে ভিজলে?

আজ বারণ করেনা,
কেউ আমায়।
তাইতো শ্রাবণের বৃষ্টি ধারায়,
নিজেকে পরিপূর্ণ করে ভেজায়।

আমার কষ্টগুলো,
বৃষ্টির জলে ধুয়ে যায়।
আমার অশ্রু বৃষ্টির সঙ্গে,
মিলেমিশে এক হয়ে যায়।

বৃষ্টির জল আমার শরীরে পড়লে,
নতুন করে উজ্জীবিত হই।
বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে পড়লে,
নব উদ্যমে পুনরায় ভিজতে থাকি।

এক পশলা বৃষ্টি,
আমার অস্তিত্বটাকে ভেজায়।
আত্মাকে কি ভেজাতে পারে?

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )