
বৃষ্টি উপেক্ষা করে সালানপুরে যুব তৃণমূলের উৎসাহী বাইক মিছিল
কৌশিক মুখার্জী: সালানপুর:-
আসন্ন “২১শে জুলাই” উপলক্ষে বৃষ্টির তোয়াক্কা না করে সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক উৎসাহপূর্ণ বাইক মিছিল অনুষ্ঠিত হল। লেফ্ট ব্যাংক থেকে দেন্দুয়া মোড় পর্যন্ত বিস্তৃত এই মিছিলে ব্লকের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মিছিলে অংশ নেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী এবং ব্লক যুব সভাপতি শচীন নাগ-সহ ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ। বৃষ্টির মধ্যেও যুবকদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। বাইকের পাশাপাশি অটো ও টোটোতে করে মহিলারাও এই মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা মিছিলে এক অনন্য মাত্রা যোগ করেছে। রঙিন পতাকা, ব্যানার এবং দলীয় স্লোগানে মুখরিত মিছিলটি এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মিছিল শেষে দেন্দুয়া মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়, যেখানে নেতৃবৃন্দ “২১শে জুলাই” উদযাপনের তাৎপর্য ও দলীয় কর্মসূচি নিয়ে বক্তৃতা দেন। এই মিছিলের মাধ্যমে সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনের শক্তি ও ঐক্য প্রদর্শন করেছে। বৃষ্টির প্রতিকূলতা সত্ত্বেও কর্মীদের মধ্যে উদ্দীপনা এবং দলের প্রতি নিষ্ঠা প্রশংসনীয়। পথসভায় বক্তারা জনগণের কাছে দলের নীতি ও আদর্শ তুলে ধরে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির প্রতিশ্রুতি দেন। এই মিছিল ও পথসভা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।