
সবজি বাজারে হানা দিল রাজ্যের টাস্কফোর্স
কৌশিক মুখার্জী: কুলটি:-
অর্থনীতির সূত্রানুযায়ী, মানুষের চাহিদা ও বাজারে যোগানের মধ্যে ঘাটতি থাকলে মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে ওঠে। এছাড়াও একদল অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে খাদ্যসামগ্রী মজুদ করে বাজারে কৃত্রিম অভাবের সৃষ্টি করে এবং এরফলে মূল্যবৃদ্ধি ঘটে। ওদিকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের টাস্কফোর্স থাকলেও তারাও নিজেদের দায়িত্ব পালনে উদাসীন থাকে। তারই সুযোগ নেয় অসাধু ব্যবসায়ীরা। ফলে নিয়ন্ত্রণহীনভাবে মূল্যবৃদ্ধি ঘটতেই থাকে। মঙ্গলবার টাস্কফোর্সের বিশেষ দল হানা দেয় আসানসোলের কুলটির বরাকর ও নিয়ামতপুর সবজি বাজারে।পাইকারি বিক্রেতাদের কাছে গিয়ে তারা বাজার দরের দিকটি খতিয়ে দেখেন। চাহিদা ও যোগানের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা, কোনো অসাধু ব্যবসায়ী বেআইনি মজুদ করে বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে তারা খোঁজ নেন।বাজারে আসা ক্রেতাদের সঙ্গে তারা কথা বলেন।কোনোভাবেই অতিরিক্ত দাম নেওয়া যাবেনা – এই নির্দেশ তারা দেন। পরিদর্শনের পর টাস্ক ফোর্সের আধিকারিক দিলীপ মন্ডল জানিয়েছেন কিছু সবজির দাম উর্ধমুখী রয়েছে তবে গত বছরের তুলনায় এখন দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।এছাড়াও বিক্রেতা ও ক্রেতাদের সচেতনও করা হয়েছে।
টাস্কফোর্সের এই উদ্যোগে খুব খুশি এলাকার সাধারণ মানুষ।