ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার – তৃণমূলের প্রতিবাদ মিছিল

ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার – তৃণমূলের প্রতিবাদ মিছিল

রামকৃষ্ণ চ্যাটার্জী:: আসানসোল:- বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাকে অপমান,বাংলাভাষী শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার, নিপীড়ন এবং ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে তাঁদের আটক করা হচ্ছে। এই অভিযোগ তুলে সারা রাজ্যের সাথে আজ আসানসোল শহরেও প্রতিবাদ মিছিল করলো পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।এদিন আসানসোল বাজার কলকাতা থেকে আসানসোল সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে তৃণমূল। মিছিল শেষে বাসস্ট্যান্ডে একটি জনসভার আয়োজন করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী মলয় ঘটক ছাড়াও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী,  জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মিছিলে  ভিড় ছিল চোখে পড়ার মতো।

মিছিল শেষে মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় এই ইস্যুতে একটি মিছিল করেছেন। আজ তাদের নির্দেশে আসানসোলেও এই মিছিল করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষার অবমাননা এবং রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচারের নিন্দা জানিয়ে আজ প্রতিবাদ জানানো হচ্ছে। তিনি আরও বলেন যে, এই পশ্চিমবঙ্গেই রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো মহাপুরুষদের জন্ম হয়েছে। তারা সর্বদা ধর্মীয় ও ভাষাগত সম্প্রীতির কথা বলেছেন। বিজেপি যেভাবে ধর্ম, ভাষা এবং বর্ণের নামে দেশকে ভাগ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )