বাঙালী হওয়ার সাধ জেগে যায়
মধুমিতা দে (ডোমজুড়, হাওড়া)

ভালোবাসার ভাষা যখন বাংলা হয়,
বুকের ভিতর স্রোত খেলে যায়..
দ্বার ভেঙে যায়…
ছন্দহীনা, ছন্নছাড়া মাতাল হাওয়ায়..
দোল খেলে যায়,
বুকের মাঝে স্রোত খেলে যায়।
দুকুল ভাঙা আবেগ টানে,
হারিয়ে গিয়ে কবির গানে,
লাল রাঙানো পলাশ বনে,
হারিয়ে যাওয়ার ইচ্ছেরা পায়।
বুকের ছাতি ফুলিয়ে কখন,
বাঙালী হওয়ার সাধ জেগে যায়।
এমন ভাষার ভালোবাসায়,
আটকে থাকার মোহ টানায়।
বাউল গানের পিছে ছোটার,
আঙুল খোঁজে একতারাটার,
মাটির রঙে রাঙিয়ে নেওয়ার,
ইচ্ছে জাগায়!!
এমন দিনেই ইচ্ছে জাগায়।
ইতিহাসের গর্ব বয়ে,
কেমন যেন আমার হয়ে,
উথাল পাথাল ঢেউ তুলে যায়।
বুকের ভিতর,বাংলা ভাষার স্রোত খেলে যায়।
বাঙালী মনে..
বাঙালী হওয়ার সাধ জেগে যায়।
CATEGORIES কবিতা