
জাতীয় সড়কে একটি গ্যাসের ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য
কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:-
বুধবার দুপুর প্রায় দুটো নাগাদ পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের ১৯ নম্বর জাতীয় সড়কে একটি গ্যাসের ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্গাপুর দিক থেকে আসানসোল যাওয়ার পথে গ্যাস বোঝায় ট্যাঙ্কারের সাথে অন্য এক গাড়ির ধাক্কা লাগায় ওভারব্রিজের ওপরেই গ্যাস ট্যাঙ্কার গাড়িতে আগুন লেগে যায়। যদিও ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে চম্পট দিলেও গ্যাস বোঝাই গাড়িটির মধ্যে মুহূর্তে আগুন ধরে যায়। গ্যাসে ট্যাঙ্কার গাড়িতে থাকা চালক খালাসী কোনক্রমে গাড়ি থেকে নামলেও গাড়ির বিস্তীর্ণ অংশে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছানোর সাথেই পুলিশ দ্রুত দমকল বিভাগের খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে, আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে জাতীয় সড়কের এক প্রান্ত অবরুদ্ধ করে আগুন নেভানোর কাজ চলছে। জাতীয় সড়ক দিয়ে যাওয়া অন্য সকল গাড়িকে সার্ভিস রোড দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর মেলেনি। সমগ্র ঘটনার সামাল দিতে তৎপর হয়েছে পুলিশ ও ফায়ার ব্রিগেড।