
বৃদ্ধাশ্রমে বাবা-মায়েরদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শুরু হলো বিধায়কের উদ্যোগে
“জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” —
সংবাদদাতা: পাণ্ডবেশ্বর:-
রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আজ এক মানবিকতার অন্যান্য রূপ ধরা দিল চোখের পাতায়। রানীগঞ্জ বিধানসভার খান্দ্রা অঞ্চলে অবস্থিত উর্বতন ওয়েলফেয়ার সোসাইটি নামক বৃদ্ধাশ্রম টি । বিধায়কের উদ্যোগে আজ থেকে শুরু হলো বিনামূল্যে সকল প্রকার চিকিৎসা পরিষেবা। চিকিৎসা পরিষেবার মধ্যে থাকছে, হৃদয় রোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, চিকিৎসক এছাড়াও ইসিজি, রক্ত পরীক্ষা সকল পরিষেবা গুলি ওই বৃদ্ধাশ্রম এর আবাসিকরা বিনামূল্যে পরিষেবা পাবেন। এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমি পিতৃমাতৃ হারা। আমার কাছে সকলেই পিতা-মাতা সম, তাই এই মা-বাবাদের প্রতি আমার এই ক্ষুদ্র প্রয়াস। কোন রাজনীতি নয় সম্পূর্ণ, মানবিক ইচ্ছা শক্তি থেকে আমার এই কাজ।