পাণ্ডবেশ্বর বিধায়কের উদ্যোগে “খুদেদের পাড়ায় খুদেদের সমাধান “

পাণ্ডবেশ্বর বিধায়কের উদ্যোগে “খুদেদের পাড়ায় খুদেদের সমাধান “

পাণ্ডবেশ্বর বিধানসভার স্কুলে এক অভিনব উদ্যোগ।

সংবাদদাতা: পাণ্ডবেশ্বর:-পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের  বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি। খুনসুটির মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিধায়ক ও সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক পোন্নামবলাম আই এস। সমস্যা কথা শুনে তড়িঘড়ি বাচ্চাদের বাথরুমের আধুনিকরণ স্কুলের আধুনিকরণের ব্যবস্থাও করলেন বিধায়ক। বাচ্চাদের মধ্যে ফুটবল,খেলার সামগ্রী, অংকন সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান সহ বৃক্ষরোপন করলেন। 

জেলাশাসক বলেন, এক অভিনব উদ্যোগ, আমি আমাদের পাড়া আমাদের সমাধান এসেছিলাম কিন্তু এখানে দেখলাম খুদের পাড়ায় খুদেদের সমাধান। বাচ্চাদেরও বিভিন্ন সমস্যার কথা থাকে তারা হয়তো বলতে পারেন না, আজ তাদের কথা শুনে নিজেকে ধন্য মনে করছি। 

অন্যদিকে বিধায়ক বলেন, তাদের বাথরুমের সমস্যা রয়েছে আমি আজকেই এক লক্ষ টাকা দিয়ে তাদের বাথরুম সংস্কার এবং স্কুলের সংস্কার করিয়ে দিচ্ছি। তাদের মধ্যে সময় কাটাতে পেরে ছোটবেলায় ফিরে গেলাম।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )