আসানসোলের বিদ্যালয়ে পালিত হলো বনমহোৎসব

আসানসোলের বিদ্যালয়ে পালিত হলো বনমহোৎসব

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: এলাকায় সবুজায়নের লক্ষ্যে ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সরকারি ও বেসরকারী উদ্যোগে রাজ্যজুড়ে বনমহোৎসবের হাত ধরে বিভিন্ন এলাকায় চলছে বৃক্ষরোপণ ও পরিচর্যার কাজ। পেছিয়ে নাই আসানসোলের বিভিন্ন এলাকা। পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্থানীয় ধাদকা নারায়ণ চন্দ্র লাহিড়ী বিদ্যামন্দিরে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। বিদ্যালয় চত্বরের পাশাপাশি স্থানীয় এলাকায় বেশ কয়েকটি চারাগাছ রোপণ করা হয়। চারাগাছগুলি রক্ষা ও নিয়মিত পরিচর্যা করার জন্য প্রত্যেকের কাছে আবেদন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার সময় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পোন্নমবলম এস, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সঞ্জয় পাল, পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়া সহ এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তি। জেলাশাসক বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয়না। দরকার সেগুলি রক্ষা ও নিয়মিত পরিচর্যা করা। বিদ্যালয়ের ভিতরের গাছগুলির ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষ তথা পড়ুয়াদের। বাইরের গাছগুলির জন্য এগিয়ে আসতে হবে স্থানীয়দের। তবেই আমরা ভবিষ্যত প্রজন্মের হাতে দূষণ মুক্ত সবুজ পৃথিবী তুলে দিতে পারব।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )