
বনমহোৎসব, এক হাজারেরও বেশি চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপন প্রাথমিক বিদ্যালয়ে
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের উদ্যোগে এক হাজারেরও বেশি চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণে মধ্যে দিয়ে দক্ষিণ চব্বিশ পরগণার উস্থি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মহা সমারোহে পালিত হলো বনমহোৎসব। ডায়মন্ডহারবার ফরেস্ট রেঞ্জ ও উস্থি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নাচ, নাটক পরিবেশন করে। সহকারী শিক্ষিকা প্রিয়ংবদা মন্ডলের নির্দেশনায় ‘বুড়ো আমগাছ’ শীর্ষক নাটক মঞ্চস্থ হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ডায়মন্ডহারবার ফরেস্ট রেঞ্জ অফিসার শুভাশিস হালদার, প্রাক্তন রেঞ্জ অফিসার দেবাশিস পাল, মগরাহাট দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈয়দ মাহবুবুল ইসলাম, স্পেশাল এডুকেটর দীপ নারায়ণ দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন্নিসা বেগম। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগিনী সাবানা আজমী ইকবাল,সহকারী শিক্ষিকা রীতা নস্কর, সহকারী শিক্ষক ইমতিয়াজ আলম, আরিফ আল হাসান, এনামূল লস্কর। শিক্ষক উজ্জ্বল হালদার ও ডায়মণ্ডহারবার রেঞ্জ অফিসের কর্মীদের আন্তরিক সহযোগিতায় বনমহোৎসব অনুষ্ঠানটি সার্বিক সাফল্যের মুখ দেখেছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ও চারাগাছ পেয়ে যারপরনাই আনন্দিত। আমন্ত্রিত অতিথি ও উদ্যোক্তারা সবাই আনন্দিত ও আপ্লুত।

