
সিসিটিভি ক্যামেরা ভেঙে, জানালার রড কেটে কীর্ণাহারে সমবায়ে দুঃসাহসিক চুরি — খোয়া গেল নগদ টাকা
রোহিত শেখ: বীরভূম:- বীরভূম জেলার কীর্ণাহার থানার অন্তর্গত ফেউ গ্রামে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে কীর্ণাহার সমবায় সমিতিতে চোরেরা হানা দেয়।প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় তারা, এরপর জানালার রড কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। সমবায় সমিতির ম্যানেজার সুতনু ভান্ডারী অভিযোগ করেন, অফিসের ডয়ার ভেঙে প্রায় ৩ হাজার টাকার মতো খুচরো টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
সকাল হতেই এলাকায় ছড়ায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কীর্ণাহার থানার পুলিশ এবং তদন্ত শুরু করে। চোরদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগেও একই সমবায়ে চুরির ঘটনা ঘটেছিল। ফলে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে এলাকাবাসীর মধ্যে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করে দ্রুত চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।