আসানসোলে জাতীয় সড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

আসানসোলে জাতীয় সড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা


সংবাদদাতা: আসানসোল:-আবারো জাতীয় সড়কের উপর বড়সড়ো ধস। এর ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি কলকাতা থেকে ধানবাদগামী ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ঘটে।ধসের জেরে রাস্তায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কোন বিপদ ঘটেনি ।তবে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়াই।জানা গিয়েছে রবিবার ভোরে হঠাৎই এই ধস নামে। জাতীয় সড়কের একটি লেনে আনুমানিক ১৫ থেকে কুড়ি ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ঘটনাস্থল পরিদর্শনে আসার খবর পাওয়া গেছে।এই ধরনের ঘটনা রাতের অন্ধকারে হলে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তবে কি কারণে ধস তা ক্ষতি দেখছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )