নিজের মতো বাঁচতে হবে

শক্তি কুন্ডু (কলকাতা)

একটা দুটো ঘর ভেঙেছে
তাই বলে কি এ তল্লাটে
সব ঘরেতেই ফাটল আছে!!

শরিক আছে ঘরের ভেতর
তুমি বলছো আরো একজন …সে থাকুক ঘর আঁকড়ে
পারলে বাঁচুক
ভাঙা ঘরে জোড়া দিয়ে !

পাখির বাসা ঝড়ের দোলায় কত ভাঙে
তাই বলে কি ওড়া ছেড়ে
ভাঙা বাসায় কাঁদতে বসে !!

এই যে
ভেঙে পড়ার আগেই তুমি বেড়িয়ে ছিলে
তাইতো তুমি আঘাত থেকে বেঁচে গেলে
এটাই তো চরম সুখের একটা কণা
অন্ধকারে জোনাক জ্বলা !

ভাঙন আছে ,প্লাবণ আছে ,ঝড়ো হাওয়া সে ও আছে
তাই বলে কি নদীর চলন থেমে থাকে !
থাকে না তো তবে !!!
তবে কেন অবসাদের সাথী হলে
দুঃখ জলে ডুব মারলে
ওড়ার নেশা জীবন থেকে উপড়ে দিলে !!

এ তল্লাটে নীরেট বাড়ি অনেক আছে
নিজের যেটা ভালো লাগে খুঁজে নিও
শান্তি পাবে ,সুখের চাদর বিছিয়ে বসো
নিজের মতো বাঁচতে হবে
নিজের মতো
এক্কেবারে !

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )