দামাল প্রেমিক

চৈতী চ‍্যাটার্জী (কলকাতা)

আমি এক দামাল প্রেমিক চাই।
উষ্ণ আলিঙ্গন যার, কাঁপিয়ে দেয় সারা শরীর।
যার আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ালেই,
সারা শরীরে বিদ‍্যুৎ খেলে যায়।
তার চুলের ঘ্রাণ নিতে যাওয়ার স্পর্শে
অনুভূত হয়, এক অদ্ভুত উন্মাদনা।
যার ঠোঁট ছুঁতে চাওয়ার আকুতিতে মিশে থাকবে
এক অন্যরকম স্নেহের পরশ।
শরীর সর্বস্ব প্রেম না হয়ে,
হবে সেটা মন কেন্দ্রিক।
যার আদরে সোহাগ মিশে থাকবে শাষন নয়।
যার বিশ্বস্ত কাঁধে মাথা রাখলে এক আকাশ নির্ভরতা পাওয়া যায়।
যার বুকে মুখ লুকিয়ে, দুফোঁটা চোখের জল ফেলা যায় নিশ্চিন্তে।
যার কাছে আমার আমিকে, লুকিয়ে রাখতে হবেনা মোড়কের আড়ালে।
‘ভালো আমি’র সাথেই, ‘খারাপ আমি’টাও সমান গ্রহণযোগ্য তার কাছে।
এমন পৌরুষত্ব চাই যে আমি,পুরুষ মানুষ সবাই হয়
আমাদের রক্তটাও বইবে একই স্রোতে,তফাৎ শুধু শিরদাঁড়ায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )