বালি বোঝায় তিনটি ট্রাক আটক করল বারাবনি থানার পুলিশ

বালি বোঝায় তিনটি ট্রাক আটক করল বারাবনি থানার পুলিশ

সংবাদদাতা: বারাবনি:-  বারাবনি থানার পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে অজয় নদী থেকে বালি তুলে চোরাই পথে একটি খোলা জায়গায় বালি স্টক বা মজুত করে রাখা হয়েছিলো। বারাবনি থানা গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ঐ জায়গায় হানা দেয়। সেখান থেকে তিনটি বালি বোঝাই ১২ চাকার ট্রাক আটক করা হয়। তারপর খবর দেওয়া হয় বারাবনি ব্লকের বিএলআরও দপ্তরে।

বুধবার সকালে বারাবনি বিএলআরও গোলক সাহা ও বিএলআরও দপ্তরে কর্মীরা যে চোরাই বালি স্টক করা হয়েছিলো সিজ করেন। বিএলআরও বলেন, এখান থেকে প্রায় কুড়ি হাজার সিএফটির মতো বালি সিজ করা হয়েছে। অন্যদিকে তিনটে বাকি বোঝাই তিনটি ট্রাক ধরা পড়েছে। সেগুলিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে ফাইন বা জরিমানা করা হয়েছে। প্রত্যেকটা ট্রাককে ১ লক্ষ টাকা করে ফাইন করা হয়েছে। তিনটি গাড়ি থেকে ৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )