জেলায় চালু হলো আরও একটি ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র

জেলায় চালু হলো আরও একটি ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

        বাজারে নিত্য প্রয়োজনীয় সব্জীর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলেও কোনো এক অজানা কারণে কৃষক ফসলের  ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। কৃষক তার উৎপন্ন ফসলের যেমন ন্যায্য দাম পাবেন তেমনি  ক্রেতারাও তাদের সাধ্যের মধ্যে নিত্য প্রয়োজনীয় সব্জী কিনতে পারবেন সেদিকে নজর রেখে রাজ্য সরকার কয়েক বছর আগে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ‘সুফল বাংলা’ নামে বিপণন  কেন্দ্র চালু করে। বিপণন কেন্দ্রের সাফল্য ও জনপ্রিয়তা দেখে সরকার রাজ্যের বিভিন্ন জেলায়  এই বিপণন কেন্দ্র ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।     

        তারই ফলশ্রুতি হিসাবে আসানসোলের বাহাদুরপুর হাটে শুরু হলো ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র। এটি জেলার সপ্তম ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র এবং স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত হবে। ক্রেতারা দুটি কাউণ্টার থেকে সব্জী ও ফল উভয় সামগ্রী পাবে। এই বিপণন কেন্দ্রটি চালু হওয়ায় এলাকাবাসী খুব খুশি।

          বিপণন কেন্দ্রটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণালোক ঘোষ, জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর, জামুড়িয়া থানার আধিকারিক সৌমেন্দ্র সিংহ ঠাকুর প্রমুখ।

      মহকুমা শাসক বলেন, আশাকরি অন্যান্য  ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্রের মত এটিও খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠবে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে চাষীরা উপকৃত হবেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )