অভিশপ্ত প্রবন্ধ
সুদীপা চ্যাটার্জী (কৃষ্ণনগর, নদীয়া)

আমি দেখেছিলাম তাকে দুচোখ ভোরে,
দেখেছিলাম মিষ্টি মধুর এক সন্ধ্যায়।
একাকি এখন মনমরা আমি,
সেই চোখ ভিজেছে অশ্রু ধারায়।
হঠাৎ করে তার সেই চলে যাওয়া,
আমায় করেছিলো স্তব্ধ।
ভুল কি ছিল আমার তা জানিনা আজও.
আমি যেনো এক নির্বাক প্রবন্ধ।
যে প্রবন্ধ হওয়ার কথা ছিল
হাসিখুশি তে ভরা,
সেই প্রবন্ধই যেন আজ
নিস্তব্ধে মোরা।
বুঝবে যেদিন ফিরবে সেদিন
তুমি আমার কাছে ,
সেদিন তুমি হাজারো কাঁদলে,
পাবেনা আমায় সাথে।
মন খারাপের মায়া ত্যাগ করবো,
এটাই আমার হবে শেষ যাত্রা।
মেনে নেব এটাই আমি,
তোমার অভিশপ্ত প্রবন্ধে আমি ছিলাম
কেবল বাক্যহীন এক মাত্রা।
CATEGORIES কবিতা