আসানসোলের পরিযায়ী শ্রমিকের হায়দ্রাবাদে রহস্যমৃত্যু,খুনের অভিযোগে তদন্ত

আসানসোলের পরিযায়ী শ্রমিকের হায়দ্রাবাদে রহস্যমৃত্যু,খুনের অভিযোগে তদন্ত

কৌশিক মুখার্জী: আসানসোল:- হায়দ্রাবাদে কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো পশ্চিম বর্ধমানের আসানসোলের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম রোশন হেলা ওরফে ডাবা (৪৩), আসানসোল উত্তর থানার রামকৃষ্ণডাঙালের ভুঁইয়াপাড়ার বাসিন্দা। পরিবারের দাবি, রোশনকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে তার সঙ্গী রঞ্জিত পণ্ডিত পলাতক রয়েছেন বলে জানা গেছে। হায়দ্রাবাদ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।গত ১৯ জুন রোশন কয়েকজন বন্ধুর সঙ্গে হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে যান। সেখানে তিনি একটি বেসরকারি কারখানায় কাজ শুরু করেন এবং কারখানার আবাসনে রঞ্জিতের সঙ্গে থাকতেন। গত ২ জুলাই, বুধবার, ওই আবাসন থেকে রোশনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে রঞ্জিত পণ্ডিত নিখোঁজ।রোশনের বৌদি তুলসী হেলা জানান, “বুধবার আসানসোল উত্তর থানার পুলিশ আমাদের বাড়িতে এসে ঘটনার খবর দেয়। এরপর আমার স্বামী ও পরিবারের সদস্যরা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেন।” তিনি আরও বলেন, “গত ২৪ জুন রোশন শেষবার ফোন করে তার আধার কার্ডের নম্বর চেয়েছিলেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না।”অন্যদিকে, রঞ্জিতের পরিবারের দাবি, তিনি কোথায় যান বা কী করেন, তা কাউকে জানান না। রঞ্জিতের দাদা বজরঙ্গি পণ্ডিত বলেন, “আমার ভাই ফোন করে জানিয়েছিল, তাদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর বেশি সে কিছু বলেনি।”আসানসোল উত্তর থানার পুলিশ জানায়, হায়দ্রাবাদ পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে রোশনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছে এবং পরিবারকে অবহিত করতে বলেছে। পুলিশের নির্দেশে পরিবারের সদস্যদের দ্রুত হায়দ্রাবাদে যেতে বলা হয়েছে।এই রহস্যময় মৃত্যু ও খুনের অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। হায়দ্রাবাদ পুলিশের তদন্তে ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উন্মোচিত হবে বলে আশা করছে রোশনের পরিবার।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )